Rabindra sangeet by @SiamAlMahmud <br /><br />Details of the song:<br />Parjaay: Prakriti (143)<br />Upa-parjaay: Sharat (3)<br />Taal: Kaharwa<br />Raag: Bibhas-Baul<br />Anga: Baul<br />Written on: 1908 (1313)<br />Collection: Geetanjali<br />Swarabitan: 50 (Shephali)<br />Notation by: Dinendranath Tagore / Bhimrao Shastri<br /><br />আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা।<br />নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই-- লুকোচুরি খেলা॥<br /><br />আজ ভ্রমর ভোলে মধু খেতে-- উড়ে বেড়ায় আলোয় মেতে;<br />আজ কিসের তরে নদীর চরে চখা-চখীর মেলা॥<br /><br />ওরে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে।<br />ওরে, আকাশ ভেঙে বাহিরকে আজ নেব রে লুট ক'রে॥<br />যেন জোয়ার-জলে ফেনার রাশি বাতাসে আজ ছুটছে হাসি,<br />আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা॥<br /><br />রাগ: বিভাস-বাউল<br />তাল: কাহারবা<br />রচনাকাল (বঙ্গাব্দ): 1315<br />রচনাকাল (খৃষ্টাব্দ): 1908<br />স্বরলিপিকার: ভীমরাও শাস্ত্রী<br /><br />Thank you so much for listening to my song. If you like it kindly subscribe to my channel for more songs. Please leave a comment below.